বশির আল–মামুন চট্টগ্রাম : লাইসেন্স বাতিলের পর শুধুমাত্র পাঁচলাইশ থানায় জমা হয়েছে ২৯টি আগ্নেয়াস্ত্র। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, থানা এলাকায় ৩১টি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বিভিন্ন মানুষের হাতে ছিল। এর মধ্যে ২৯টি জমা হয়েছে। আর বাকি দুটিও জমা হবে বলে আশাবাদী।
নগরের অন্যতম গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি। এই থানা এলাকার লাইসেন্স করা ৪৭টি অস্ত্র থানায় জমা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, কোতোয়ালি আর পাঁচলাইশ থানা ছাড়া বাকলিয়ায় ২টি, সদরঘাটে ১০টি, চকবাজারে ৭টি, চান্দগাঁওয়ে ২৫টি, খুলশীতে ২৪টি, বায়েজিদে একটি, ডবলমুরিংয়ে ১০টি, হালিশহরে ৩টি, পাহাড়তলীতে ৫টি, আকবরশাহ ও বন্দর থানায় ৫টি করে, পতেঙ্গায় একটি ও কর্ণফুলী থানায় চারটি অস্ত্র জমা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ বলেন, লাইসেন্স বাতিল ঘোষণার পর থেকে অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। থানায় থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিচ্ছেন।
গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে সেগুলো স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে এসব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৭ নম্বর পশ্চিম ষোলশহর এলাকার কাউন্সিলর মো. মোবারক আলীর ছিল লাইসেন্স করা একটি অস্ত্র। যেটি দিয়ে তিনি ভয় দেখাতেন স্থানীয়দের। ভূমি দখলের কাজেও ব্যবহৃত হতো এটি। ভোট ডাকাতিতে অস্ত্রটি ব্যবহৃত হতো বলে অভিযোগ স্থানীয়দের।
পুরো এলাকায় কাউন্সিলর মোবারকের ভয়ে তটস্থ ছিলেন এলাকার লোকজন। কথায় কথায় লোকজনের ওপর হামলার কারণে আলোচিত এ কাউন্সিলরের নামে লাইসেন্স করা অস্ত্রটি জমা দেওয়া হয়েছে পাঁচলাইশ থানায়। তার পার্শ্ববর্তী ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. মোরশেদ আলমের নামে লাইসেন্স করা আগ্নেঅস্ত্রটি ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ ছিল। তার লাইসেন্স করা অস্ত্রটিও পাঁচলাইশ থানায় জমা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার বাইরে তালা দিয়ে ভেতরে কাজ করছে কর্মকর্তারা
বশির আল–মামুন চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ওয়াসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে অফিস করছেন কর্মকর্তারা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনে তালা ঝুলতে দেখা গেছে। অপ্রয়োজনীয় কাউকে ভবনের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত রবিবার থেকে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে আজ আন্দোলনকারীরা যাতে ওয়াসা ভবনের ভেতর প্রবেশ করতে না পারেন, সেজন্য সকাল থেকে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন।
ফটকে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী জানিয়েছেন, কর্মকর্তাদের নির্দেশে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। অপ্রয়োজনীয় লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
সর্বশেষ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন। আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের নেতাকর্মীরা। ওয়াসা ঘেরাও কর্মসূচি পালনকালে এমডি সমর্থকরা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর।
ফটকে তালা দেওয়ার প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে গ্রাহকদেরও সেবা দেওয়া হচ্ছে। প্রয়োজনে আসা লোকজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ৯ বোর্ড সদস্যকে অব্যাহতি
বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য পদ থেকে চট্টগ্রামের স্থপতি, কাউন্সিলরসহ ৯ জন ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিডিএ’র সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ৯ ব্যক্তিরা হলেন- কাউন্সিলর মো. আশরাফুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, মো. জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ।
গত ২৯ আগস্ট বিকেলে প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৫ এর উপধারা (২) এর বিধান মতে ৯ (নয়) জন ব্যক্তিকে সিডিএর সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply