অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার খান ইউনিসে একটি আশ্রয় ক্যাম্পে ইসরায়েলি ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে তাঁবু দিয়ে তৈরি ওই আশ্রয় ক্যাম্পে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
এদিকে গাজার উত্তরাঞ্চলে পোলি টিকা কার্যক্রমে সম্পৃক্ত জাতিসংঘের কর্মীদের আটক করেছে ইসরাইল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের গাড়ি।
এছাড়াো গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Leave a Reply