21 Nov 2024, 05:31 pm

সারাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৩১ ; আহত ১৯ হাজার : স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে কমপক্ষে ৬৩১ জন নিহত ও ১৯ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই হতাহতের তথ্য সংগ্রহ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়, নিহতদের মধ্যে ৪৫০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে ১৬ হাজার মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তিন হাজার জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর আহত ৩,০৪৮ জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল, এবং ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতদের তালিকা তৈরি এবং তাদের সরকারি সহায়তা প্রদানের নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *