অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ল্যাতিন আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দেশ ভেনিজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সরকারবিরোধী দাঙ্গা ছড়িয়ে দিতে আমেরিকা থেকে অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আনা হয়েছিল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইউসদাদো কাবলো রাজধানী কারাকাসে আটক করা অস্ত্রসস্ত্র সামনে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন: দেশটির পুলিশ আমেরিকায় তৈরি ৪০০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, মন্ত্রী আরো বলেন, ভেনিজুয়েলার সরকার বিরোধীরা দাঙ্গা বাধিয়ে দিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এসব অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল।
ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপরাধে সম্প্রতি দেশটির পুলিশ তিন মার্কিন, দুই স্প্যানিশ ও একজন চেক নাগরিককে আটক করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করার অপরাধে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে কারাকাস থেকে আটক করা হয়েছে। তবে হোয়াইট হাউজ কারাকাস সরকার উৎখাতের যেকোনো প্রচেষ্টায় নিজের জড়িত থাকার অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচিত হওয়ার ঘটনা মেনে দেয়নি দেশটির সরকার বিরোধীরা। তারা সরকার বিরোধী দাঙ্গা বাধানোর চেষ্টা করছে এবং বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার সঙ্গে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি করেছে।
গত ২৯ জুলাই ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট মাদুরো পুনঃনির্বাচিত হন। তবে মারিয়া কুরিনা মাচাদুর নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমন্ডো গঞ্জালোস উরুতায়া এ নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।
Leave a Reply