বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে পাঁচ বছর আগে ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দুটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিন মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাউজান থানাধীন গহিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার হোসেন রাউজান উপজেলার গোলজার পাড়া কাগতিয়া এলাকার তবল হোসেনের ছেলে। তিনি রাউজান উপজেলার গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাউজান আসনের সাবেক সংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আনোয়ার হোসেনসহ ৭০ থেকে ৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাঙচুর করে। এ ছাড়াও প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র ও দোকানপাট ভাঙচুর করে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ১০৩ নং শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ আগস্ট রাউজান থানায় একটি মামলা করেন। এ ছাড়াও ২০৪ নং শাখার সহ-সভাপতি জোহেল উদ্দীন বাদী হয়ে গত ২৬ আগস্ট রাউজান থানায় আরেকটি মামলা করেন। গ্রেফতার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply