অনলাইন সীমান্তবাণী ডস্কে : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
পুলিশ জানায়, গাজীপুর মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে উভয় দিকে যান বহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সাড়ে ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।
Leave a Reply