ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ “চাঁদের হাট” মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বিশিষ্ট সমাজসেবক ও ইতিহাসবিদ ডাঃ তাসুকুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ, এশিয়া বাণীর মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রনি আহমেদ রাজু, সিয়া সিডের শ্রেষ্ঠ কৃষক মোঃ আক্কাস আলী, কচিকাঁচার মেলা পরিচালক রোকেয়া খাতুন, মাগুরা সদর উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার সহ প্রমুখ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ফোনে আসা ওটিপি নম্বর কাউকে বলবেন না এবং কেউ যদি ফোন করে ওটিপি নাম্বার চাই তাহলে তাৎক্ষণিকভাবে সমাজসেবা অফিসকে জানাবেন।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতায় অনেক লোক আহত হয়ে পঙ্গুত্ব জীবন ধারণ করছে আপনার এবং সমাজে আরো প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে গেছে। বাল্যবিবাহ বন্ধ করে সঠিক বয়সে বিবাহ দিতে হবে। মাগুরায় ২০১৩ সাল থেকে থেরাপি দেওয়া শুরু হয়েছে ৬ হাজার ৬৪ জনের থেরাপি সেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে মাগুরার ৪ টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ৫০ টি হুইল চেয়ার ও ৭ টি ট্রাইসাইকেল ও ২ টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর ও পৌরসভায় ২০টি হুইল চেয়ার, ১ টি ট্রাইসাইকেল ও ২টি টয়লেট চেয়ার, শালিখা উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল, মহম্মদপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ৪টি ট্রাইসাইকেল ও শ্রীপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল দেওয়া হয়।
প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
|
Leave a Reply