অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন সুবিধা থাকার পরও প্রাথমিকের শিক্ষার মান আশানুরূপভাবে না বাড়ার জন্য শিক্ষক ও কর্মকর্তারা দায়ী বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ ৯ ডিসেম্বর সোমবার রাজধানীর শের ই বাংলা এলাকায় গণস্বাক্ষরতা অভিযানের এক আলোচনায় তিনি বলেন, ঢাকায় নতুন করে খেলার মাঠ তৈরি সম্ভব না। তবে বেদখল হওয়া মাঠ মুক্ত করতে হবে।
শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং শুরু করা যায় কি না ভেবে দেখা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শিশুদের মানসিক সুস্থতার জন্য অভিভাবক ও শিক্ষকসহ সবার সচেতনতার ওপর জোর দেন বক্তারা।
Leave a Reply