ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা বাজারের উত্তর পাশে অবস্থিত ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম গ্রাম্য দলাদলির কারণে মামলার দায়ে জেলে আছে।
গত বৃহস্পতিবার ২১ নভেম্বর হতে বুধবার ১১ ডিসেম্বর মোট ১৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। সরেজমিনে বিদ্যালয়ের শিক্ষক হাজিরা স্বাক্ষর বই থেকে জানা যায়, গত ২১ ও ২৪ নভেম্বর স্বাক্ষর নাই, ২৫, ২৬, ২৭ ও ২৮ নভেম্বর সিএল ছুটি নেওয়া এবং ১ ডিসেম্বর – ১১ ডিসেম্বর পর্যন্ত হাজিরা বহিতে স্বাক্ষর নাই।
ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহমুদ বলেন, গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সাথে সাক্ষাৎ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলামের বিরুদ্ধে অনুপস্থিত থাকার শোকচ করা হবে এবং তার বেতন বন্ধ আছে। তার বিদ্যালেয়র সহকারী শিক্ষক শিপ্রা বিশ্বাস ও অফিস সহায়ক জাকিরের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য খুবই দুঃখ প্রকাশ করেন।
মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম জানান, ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম এখনও জেলে আছে তাকে শোকচ করার প্রক্রিয়া চলছে। সাংবাদিকদেরকে জানান আপনারা ডিসি, ইউএনও ও জেলা শিক্ষা অফিসারকে জানান দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি ইসরাত জাহানকে বিষয়টি নিয়ে অবগত করা হলে তিনি জানান, অফিসিয়াল ভাবে চিঠি দেয়নি এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ নিবেন এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিবেন ? আমরা এখন পদক্ষেপ নিচ্ছি না। যিনি সহকারী প্রধান শিক্ষক আছেন সে প্রধান শিক্ষকের কাজ চালাবেন। আমাদের যে নিয়ম আছে সেই নিয়মেই চলবে।
মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির জানান, ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম বিদ্যালয়ের অনুপস্থিত কেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে সমস্ত পত্রিকা ও অনলাইন নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে সেগুলো ফাইল করে আমার কাছে পাঠান, ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply