অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- ইসলাম হোসেন মজুমদার, মো. জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভুইয়া, আব্দুল কালাম আজাদ ও ইময়িাজ আব্দুল্লাহ সাজ্জাদ।
ভিডিও ফুটেজের মাধ্যমে অন্যদের সনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ঘটনার প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে মানববন্ধন করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা ডেপুটি কমান্ডার বাবু শৈলবতী নন্দন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চৌদ্দগ্রাম উপজেলার সাবেক কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাবেক কমান্ডার আবুল হাসেম মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হেনস্তার শিকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে ফেনিতে ছেলের বাসায়।
ঘটনার দিন বিকালে নিরাপত্তার কারণে বাড়ি ছেড়ে ফেনীতে চলে যান মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সেখানেই ছেলের বাসায় আছেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফেরার কথা জানান তিনি।
রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply