ফুড ডেলিভারিকর্মী ব্রায়ানা আলভেলো
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি পিৎজা ডেলিভারি কর্মীকে গ্রাহক মাত্র ২ ডলার টিপস দিলে ক্ষুব্ধ হয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গর্ভবতী ওই গ্রাহকে একাধিকবার ছুরিকাঘাত করেন ২২ বছর বয়সী ব্রায়ানা আলভেলো নামের একজন নারী ফুড ডেলিভারিকর্মী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় ২২ ডিসেম্বর রোববার রাতে ওই এলাকার রিভেরা মোটেলে ৩৩ ডলারের একটি পিৎজা ডেলিভারির পর এই ঘটনা ঘটে।
গ্রাহক ৫০ ডলার বিল দেওয়ার পর ২ ডলার টিপস দেন। এর পরই ক্ষিপ্ত হয়ে আলভেলো তার বন্ধুকে সঙ্গে নিয়ে ৯০ মিনিট পর ওই গ্রাহকের রুমে ফিরে আসেন। রাত ১০টার দিকে আলভেলোর লাল টয়োটা গাড়ি পার্কিং লটে দেখা যায়। পরে তিনি ও তার মুখোশধারী সহযোগী অস্ত্র নিয়ে ফিরে এসে হামলা চালায়।
ভুক্তভোগী তার ৫ বছরের মেয়েকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আক্রমণের সময় তার মেয়ে বিছানায় পড়ে যায় এবং তার ফোন ভেঙে ফেলা হয়। ভুক্তভোগী গর্ভবতী ছিলেন। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
এই ঘটনার পর পিৎজা কোম্পানি মার্কো’স পিজ্জা ঘটনার জন্য ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানায়, আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। এই মুহূর্তে আমরা আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
পরদিন স্থানীয় পুলিশ আলভেলোকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী এখনও পলাতক। আলভেলোর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি বিচ্ছিন্ন এবং তদন্ত চলছে।
Leave a Reply