November 17, 2025, 8:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি ও মাদক আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা ; পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড রাঙ্গামাটিতে অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ২ জন নিহত সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর : ভারতের সেনাপ্রধান মিয়ানমারের মডং শহরের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

আন্তক্যাডার দ্বন্দ্বে বিরূপ মন্তব্য করায় ৫ ক্যাডারের ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর আন্তক্যাডার দ্বন্দ্বে বিরূপ মন্তব্য করায় যেসব সরকারি কর্মকর্তাকে শাস্তির মুখে পড়ছেন। বিসিএস প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ক্যাডারের আটজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন শিক্ষা ক্যাডারের, তিনজনের মধ্যে রয়েছেন একজন বিসিএস প্রশাসন, একজন প্রাণিসম্পদ এবং একজন মৎস্য ক্যাডারের। জনপ্রশাসন মন্ত্রণালয় এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠিয়েছে। তবে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা দাবি করেছেন, তাদের মধ্যে আরও অনেকে অভিযুক্ত। তাদের বক্তব্য, মোট ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে, কিন্তু এ বিষয়ে প্রতিবেদকের কাছে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, গত ৪ অক্টোবর আবদুল মুয়ীদ চৌধুরীকে সভাপতি করে গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন গত ১৭ ডিসেম্বর একটি সাংবাদিক মতবিনিময় সভা আয়োজন করে। সেখানে কমিশনের সুপারিশে বলা হয়, উপসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ৫০ শতাংশ কোটা দেয়া হবে। বর্তমান কোটা ছিল যথাক্রমে ৭৫ শতাংশ এবং ২৫ শতাংশ। এই প্রস্তাবের পর থেকেই প্রশাসন এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। এরই মধ্যে, ২৫টি ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ সভা, জমায়েত এবং কর্মবিরতির মতো বিভিন্ন কর্মসূচি শুরু করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালার প্রতি কোনো কর্মকর্তা যদি শ্রদ্ধা না দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময়, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ২৯ ডিসেম্বর বলেন, আন্দোলনের নামে যারা চাকরির বিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের এখন জনগণের সেবায় মনোযোগী হওয়া উচিত, নাহলে গোষ্ঠীস্বার্থ রক্ষা করার জন্য কর্মবিরতি দেওয়া উচিত নয়।

এদিকে, ১ জানুয়ারি সাময়িক বরখাস্ত হওয়ার মধ্যে পড়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। তিনি ক্যাডার বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। একই দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। সাদিকুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছিলেন, এবং তাকে গত ২৯ ডিসেম্বর ওই পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের মধ্যে চারজন সরকারি কলেজের প্রভাষক এবং একজন সহকারী অধ্যাপক রয়েছেন।

শাহাদাৎ হোসেন (প্রাণিসম্পদ) এবং এমদাদুল হক (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বিরূপ মন্তব্যের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান জানান, সরকারি কর্মচারী আচরণ বিধি মেনে চলতে হয়। যারা নিয়ম ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page