অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার শিকার হওয়া আহতরা হামলাকারীদের নামে মামলা দায়ের করবে বলে জানিয়েছে আহতদের প্রতিনিধি তানজীদ মো. সোহরাব রেজা।
বুধবার ২২ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা জানায়, গতকাল ভুলভাবে তাদেরকে গণমাধ্যমে উপস্থাপন করেছে কেন্দ্রীয় নেতারা।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন্দ্রীয় নেতারা সমঝোতার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তারা। সমঝোতা না হওয়ায় রমনা থানায় মামলার সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।