April 30, 2025, 8:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরাকে বিদায়ী সংবর্ধনা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে : সিইসি লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার কুমিল্লায় মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার বগুড়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা ভারতের দিকে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি : পাকিস্তানের রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ফলাফল জালিয়াতি ; চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বশির আলমামুন, চট্টগ্রাম : জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নারায়ন চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় এ মামলা করেন। মামলার বিষয়ে সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথ বলেন, ফলাফল তৈরির কোনো ধাপের সঙ্গে তাঁর ছেলে নক্ষত্র দেবনাথ ও তিনি জড়িত নন। তাঁর ছেলে শিক্ষা বোর্ডে চাকরিও করেন না। কোনো তদন্তেও ছেলের নাম আসেনি। কিন্তু মামলায় তাঁর ছেলেকে আসামি করা হয়েছে। মূলত এটি সাজানো মামলা। এগুলো করে তাঁকে হয়রানি করা হচ্ছে। নথিপত্র হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

নারায়ন চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে সচিব থাকাকালে তাঁর ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর গত বছরের ৯ জুলাই তাঁকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।

অন্যদিকে গত বছরের ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য নারায়নের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নারায়ন চন্দ্র নাথকে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথ, তাঁর ছেলেসহ চারজনের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page