অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বীকার করুক আর না করুক সরকার ভীষণ অসহায় হয়ে পড়েছে, বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের এই হাল মানতে পারছেন না বিশিষ্টজনেরা। সুশাসন ও গণতন্ত্র বিষয়ক এক আলোচনায় আক্ষেপের কথাটি তুলে ধরেন সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ আবদুর রহমান। তার মতে সবচেয়ে সরকারের জন্য দু:খজনক হবে সংস্কারের জন্য গঠিত কোন কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করতে না পারা।
সংকট এখনো কাটেনি, সাবধান করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকদের ঐক্যমত খুব জরুরী।
Leave a Reply