অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বীকার করুক আর না করুক সরকার ভীষণ অসহায় হয়ে পড়েছে, বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের এই হাল মানতে পারছেন না বিশিষ্টজনেরা। সুশাসন ও গণতন্ত্র বিষয়ক এক আলোচনায় আক্ষেপের কথাটি তুলে ধরেন সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ আবদুর রহমান। তার মতে সবচেয়ে সরকারের জন্য দু:খজনক হবে সংস্কারের জন্য গঠিত কোন কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করতে না পারা।
সংকট এখনো কাটেনি, সাবধান করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকদের ঐক্যমত খুব জরুরী।