অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সরকারি তিতুমীর কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। ১২ জন শিক্ষার্থী অনশন করছেন তার মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলছেন চিকিৎসক। অতিদ্রুত এই ৩জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলছেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় মুসল্লীদের সুবিধার্থে মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করবেন না তারা। তবে, ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিতুমীর কলেজের সামনে শনিবার রাত ৮টার দিকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ২৯ জানুয়ারি থেকে তিতুমীর কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন শুরু করেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দু’জনসহ এখন পর্যন্ত সাতজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply