November 17, 2025, 8:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি ও মাদক আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা ; পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড রাঙ্গামাটিতে অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ২ জন নিহত সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর : ভারতের সেনাপ্রধান মিয়ানমারের মডং শহরের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক  সংবাদগুচ্ছ ; মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব ইউরোপীয় কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকের পর ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন সতর্ক করে বলেছেন যে মার্কিন শুল্কের লক্ষ্যবস্তুতে পরিণত হলে ইইউ দৃঢ়ভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে।

আঞ্চলিক সীমান্তগুলিতে কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয় : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এ অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী হিকমেত হাজিয়েভের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ কঠোর অবস্থান তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বিধিমালার অংশ। ইরানের প্রেসিডেন্ট বলেন, “এ অঞ্চলের সীমান্তগুলিতে যেকোনো ধরনের পরিবর্তন অগ্রহণযোগ্য। বহিঃশক্তিগুলোর সুনির্দিষ্ট কিছু তৎপরতার কারণে যেকোনো ধরনের সংঘাত প্রতিহত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা অনিবার্য হয়ে পড়েছে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি হিসেবে নির্বাচিত হল চীন : চীন চলতি বছর ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পালাক্রমিক  সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব  প্রতি মাসে পর্যায়ক্রমে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে আবর্তিত হয়।

ইসরাইল গাজায় সাহায্য কার্যক্রম বাধাগ্রস্ত করছে : সাহাব সংবাদ মাধ্যমের মতে হামাস আন্দোলনের সিনিয়র নেতা ওসামা হামদান সোমবার রাতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সরকার ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে সাহায্য পৌঁছে দেয়ার পথে এবং তাদেরকে পুনর্বাসন করতে বাধা সৃষ্টি করছে।” এই পরিপ্রেক্ষিতে ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার পর্যবেক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে যে গাজায় আমদানি করা মোট তাঁবুর সংখ্যা এ অঞ্চলের জরুরি চাহিদার ৮ শতাংশের বেশি নয়।

ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রতি জাতিসংঘের প্রতিক্রিয়া : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের পর বিশ্বে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার তার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন  যে বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।

রুশ হামাস কর্মকর্তাদের মধ্যে বৈঠক : রুশ বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এবং ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান মুসা আবু মারজুক মস্কোতে দেখা করেছেন এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি এবং মানবিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

পশ্চিম তীরে গাজা গণহত্যার পুনরাবৃত্তির সতর্কবার্তা ইরানের : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হত্যা, বেআইনি ধরপাকড় ও গণহারে বসতবাড়ি ধ্বংস করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বিশেষ করে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর তাণ্ডবে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাকায়ি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বহুবার পশ্চিম তীরে ইসরাইলের গণহত্যামূলক অভিযানের বিস্তৃতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।ইরানের এই কর্মকর্তা পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর এই ভয়ঙ্কর অপরাধযজ্ঞ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সংসদীয় বাণিজ্য কমিটি ইরানের সঙ্গে লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের আহ্বান জানিয়েছে : আইআরএনএ অনুসারে, পাকিস্তানের সিনেটের বাণিজ্য কমিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের লেনদেনে বিশেষ করে দুই দেশের মধ্যে বিনিময় প্রক্রিয়ার জটিলতা অবসানের জন্য ইসলামাবাদ সরকারকে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহারের আহ্বান জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page