বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকার কাস্টমস অকশন শেড পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় তিনি অকশন শেডে আসেন। এ সময় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) এনসিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের মানববন্ধন করে। অকশন শেডের পর উপদেষ্টা বন্দর কার শেড পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশনা দেন।
এরপর উপদেষ্টা বন্দরের জেটি, টার্মিনাল পরিদর্শন করেন।
পটিয়ায় ৩৫০ টুকরো সেগুন কাঠ জব্দ ; ৪ টি ট্রাক আটক
বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে পাচারের সময় ৪ ট্রাক সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে উপজেলার খরনা এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়েছে।
জানা যায়, পটিয়া উপজেলাধীন খরনা এলাকায় জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে বনবিভাগ পটিয়া রেঞ্জ অফিসার ও ফরেস্ট অফিসার এবং থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতে অভিযান পরিচালনা করে ৩৫০ টুকরো অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, চার ট্রাকে ৩৫০ টুকরা সেগুন কাঠ পাওয়া গেছে। এসব কাঠের মালিকানার বিপরীতে কোন প্রমাণক দেখাতে পারেনি কেউ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় দূবৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. মুবিনুল হক (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মুকিত নামে আরেক স্কুলছাত্র। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া ইমাম বাড়ি শাহ্ মসজিদের বার্ষিক সভায় এ ঘটনাটি ঘটে। নিহত মুবিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা নালারকুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। আহত মুকিত একই এলাকার রহমত উল্লাহর ছেলে। দু’জনই পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় শোয়াইব নামের এক যুবক বলেন, মুবিন ও মুকিত মসজিদের সভায় যায়। সেখানে টিকটক বিষয়ে কয়েক জনের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেখানেই ছুরিকাঘাতে মুবিন ও মুকিত গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িতরা ঘটনার পরপরই পালিয়ে গেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা বলেন, কয়েকজন যুবক মুবিন নামের এক কিশোরকে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসে। এর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, রাত ৮টায় তাঁতিপাড়া এলাকায় মাহফিল সংলগ্ন ভাসমান কসমেটিক্স দোকানের সামনে মুবিন ও মুকিতসহ দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাটির হয়। একপর্যায়ে মুবিন নামের এক যুবক ছুরির আঘাতে নিহত হয়। সাথে থাকা মুকিতকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply