January 29, 2026, 5:01 pm
শিরোনামঃ
মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী থানায় মামলা করলে পুলিশ তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

মামলার পর আজ শনিবার আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামিরা নির্যাতিতা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকূপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page