বশির আলমামুন, চট্টগ্রাম : হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
আদালত সূত্র জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য নদভীকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply