স্টাফ রিপোর্টার : রুখতে ধর্ষন, শুরু হোক গর্জন” এ শ্লো-গান নিয়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সবোর্চ্চ শান্তির দাবিতে মানববন্ধন সোমবার ১০ মার্চ সকালে ঝিনাইদহের মহেশপুরে সর্বস্থরের ছাত্র-জনতার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর কলেজ বাসষ্ট্যান্ডে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মকলেচুর রহমান, হামিদুর রহমান রানা, জামিল হাসান, আনাস উদ্দীন, বাপ্পী রহমান, স্বরণ আহাম্মেদ প্রমুখ। পরে মহেশপুর কেন্দ্রী শহীদ মিনার চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।