ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় আছিয়া ধর্ষণের হত্যাকারী হিটু শেখ ও তার সাথে জড়িত সকল ধর্ষকের অবিলম্বে ফাঁসি চাই সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন (এস.ডব্লিউ. সি) মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। রবিবার ১৬ মার্চ সকাল ১০ টার সময় তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া এই শ্লোগান দিয়ে অবিলম্বে দ্রুত আইনের আওতায় বিচার করে অপরাধীদের জনগণের মাঝে প্রকাশ্য শাস্তি ও ফাঁসি দাবি করেন।
বক্তব্য রাখেন সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন (এস.ডব্লিউ.সি), মাগুরা এর নির্বাহী পরিচালক ছাবিনা ইয়াসমিন মেরী, সাবেক মহিলা দলের জেলা সদস্য ও থানা সাংগঠনিক সম্পাদিকা ও চাউলিয়া ইউনিয়ন সভানেত্রী মোছাঃ ছালেহা পারভীন, ২ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি ফারহানা, নারী ও শিশু উন্নয়ন কেন্দ্র সাজিয়াড়া সভানেত্রী মোছাঃ ফাতেমা খাতুন, ৩ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর হাওয়া পারভীন, শ্রমিক দলের সভাপতি ও মাগুরা জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন।