July 11, 2025, 7:22 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, কয়েক দিনের মধ্যেই হামাসের সঙ্গে একটি জিম্মি বিনিময়ের চুক্তি সম্পন্ন হতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ দেশে ফেরার আগে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব। সম্ভাব্য এই চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে, যার প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভিত্তি রচনা করা সম্ভব হবে।’

তবে শান্তির শর্ত হিসেবে তিনি সরাসরি হামাসের অস্ত্র ত্যাগের ওপর জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালও—শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। আমাদের লক্ষ্য কোনোভাবেই অযৌক্তিক নয়। আমরা হামাসকে পরাজিত করতে চাই, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে চাই। আমরা এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’

নেতানিয়াহু আরও বলেন, ‘হামাস তাদের নিজস্ব জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে, বেসামরিকদের গাজা থেকে পালাতে দিচ্ছে না। যারা পালাতে চায়, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে।’ তার মতে, ‘হামাস ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের ওপর দোষ চাপাতে চায়, যেন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন ছবি উঠে আসে যে ইসরায়েল বেসামরিকদের হত্যা করছে। বাস্তবতা হচ্ছে, হামাস নিজের জনগণকেই হত্যা করছে। তারা এক ধরনের দানব।’

এছাড়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও নেতানিয়াহু মন্তব্য করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের সঙ্গে কাজ করাটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমাদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল—শক্তির মাধ্যমে শান্তি অর্জন। আগে শক্তি, তারপর শান্তি।’

ইসরায়েল ও হামাসের মধ্যকার এই দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নেওয়ার পরেও পরিস্থিতির দ্রুত সমাধান এখনো অনিশ্চিত। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিতে নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page