অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের কলামিস্ট মার্টিন উল্ফ লিখেছেন, “ট্রাম্প আবার তার প্রিয় অস্ত্র—‘শুল্ক’—ব্যবহার করতে ফিরেছেন। যেন কুকুরটি আবার তার পুরোনো হাড়ে কামড়ে পড়েছে। এবার সংশোধিত তালিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র থেকে শুরু করে বিশ্বের কিছু দরিদ্রতম দেশও তার আক্রমণাত্মক বাণিজ্য নীতির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই শুল্ক ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে।”
এই ব্রিটিশ সাংবাদিক আরও লিখেন, “ট্রাম্প যেহেতু যুক্তিযুক্ত চিন্তায় আগ্রহী নন, তাই তার কাছ থেকে বাস্তবসম্মত বাণিজ্যচুক্তির আশা করাও অনর্থক। হয়তো এবার সে পুরো পরিকল্পনাই বাস্তবায়ন করতে চাইছে—যা বিশ্ববাজারে এক ভয়ানক অনিশ্চয়তা তৈরি করতে পারে। সম্ভবত এবার তিনি তার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে চান—যা ঘটলে গত মে মাসে ৮.৮% থাকা মার্কিন শুল্কের হার আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনীতি একদম নতুন এক রূপ নেবে।”