অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গৃহহীনদের এখনই চলে যেতে হবে। আমরা থাকার ব্যবস্থা করে দেব, তবে রাজধানী (ওয়াশিংটন ডিসি) থেকে অনেক দূরে। অপরাধীদের সরতে হবে না—তাদের আমরা জেলে পাঠাব, যেখানে তাদের থাকা উচিত।
আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প আইনি কর্তৃত্ব ব্যবহার করবেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন, বর্তমানে শহরে অপরাধের কোনো বড়সড় উত্থান ঘটেনি বরং গৃহহীনদের জন্য সহানুভূতিশীল ও টেকসই সমাধান প্রয়োজন।
মানবাধিকার কর্মীরা বলছেন, গৃহহীনদের জোরপূর্বক রাজধানী থেকে সরিয়ে দেওয়া এক ধরনের মানবিক লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ হিউম্যান রাইটস চার্টারের পরিপন্থী হতে পারে।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের নির্বাচনের পর থেকে ট্রাম্প তার প্রচারে আইন-শৃঙ্খলা এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। ওয়াশিংটন থেকে গৃহহীনদের সরিয়ে দেওয়ার এই হুমকি তার নির্বাচনী কৌশলেরই অংশ হতে পারে।