স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল দল অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২জন শিশু রয়েছে। তারা রজবাড়ী, গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।