স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত এলাকা থেকে খোসালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় ৫ লাখ ৪ হাজার রুপিসহ ওলিয়ার শেখ (৩৭) ও ছেলে আমান শেখ (৫) কে আটক করে।
বিজিবি সুত্রে জানাগেছে, ২৬ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় খোসালপুর সীমান্ত এলাকার রাস্তার পাশ থেকে বাঘেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের ওলিয়ার শেখ ও তার ছেলে আমান শেখকে ভারতীয় জাল রুপিসহ আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যাক্তিদেরকে ভারতীয় জাল রুপি সহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।