November 1, 2025, 10:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কার্যালয়ের সামনেই ময়লার ভাগাড় ; দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের গণ-অনশন প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে একক এনআইডি‘র বিপরিতে ১০টির বেশি সিম জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : বিএনপির মহাসচিব বিভিন্ন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতকে নিষিদ্ধের আহ্বান জানালেন আলাল জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের চাল ও সবজিতেও ক্ষতিকর আর্সেনিক ; ঝুঁকিতে জনস্বাস্থ্য নাটোর প্রেসক্লাবের নির্বাচনে শহীদুল সভাপতি ; কামরুল সম্পাদক নির্বাচিত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প প্রশাসন ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন’ : হার্ভার্ডের সাবেক সভাপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ববাদী সরকার হিসেবে ধ্বংস করছেন। সরকারগুলো স্বাধীন চিন্তাভাবনাকে বাতিল করতে চাইছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি গতকাল বুধবার একথা  বলেছেন।

আমস্টারডাম থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ট্রাম্প বিশ্বের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টির সাথে বিরোধে জড়িয়ে পড়েছেন। তিনি বিশ্বাস করেন, আইভি লিগ স্কুলগুলো উদারপন্থী, রক্ষণশীল-বিরোধী পক্ষপাত এবং ইহুদি-বিদ্বেষের অযোগ্য ঘাঁটি বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে প্রচারণার বিক্ষোভকে কেন্দ্র করে।

ট্রাম্প হার্ভার্ডে ২.৬ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল কমাতে চেয়েছেন এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করতে পদক্ষেপ নিয়েছেন। যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর এক-চতুর্থাংশ।

ক্লাউডিন গে আমস্টারডামের নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি ইন দ্য হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসকে বলেছেন, ‘সত্যি কথা হলো আমাদের সরকার, আমেরিকান সরকার, উচ্চ শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে আক্রমণ করছে।’

তিনি আরো বলেছেন, ‘এখানে এজেন্ডা হল জ্ঞানের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা কারণ, তারা স্বাধীন চিন্তাভাবনা এবং তথ্যের কেন্দ্র।’

গে বিরল জনসাধারণের মন্তব্যে বলেছেন, ‘এটাই গল্প। কিছুই এটিকে ন্যায্যতা দেয় না। এটি কিছুই ব্যাখ্যা করে না। কর্তৃপক্ষ স্বাধীন চিন্তাভাবনা এবং তথ্য কেন্দ্র পছন্দ করে না।’

– ‘বিরল’ সম্মতি নীতি’ –

৩৬৮ বছরের ইতিহাসে হার্ভার্ডের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গে গাজা যুদ্ধ নিয়ে বিক্ষোভের পর ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের অভিযোগে বিতর্কের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।

ক্যাপিটল হিলের শুনানিতে তীব্র সমালোচনার পর তিনি পদত্যাগ করেন।

রিপাবলিকান আইনপ্রণেতা এলিস স্টেফানিক ছাত্রদের নতুন ইন্তিফাদার আহ্বানের তুলনা করেছেন – বিদ্রোহের জন্য একটি আরবি শব্দ যা ১৯৮৭ সালে ইসরাইলের বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি বিদ্রোহের কথা স্মরণ করিয়ে দেয়। ইসরাইলে এবং বিশ্বব্যাপী ইহুদি জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’কে উস্কে দেয়।

স্টেফানিক যখন গে-কে জিজ্ঞাসা করেছেন, এই ধরনের আহ্বান হার্ভার্ডের আচরণবিধি লঙ্ঘন করবে কি-না, তখন গে উত্তর দেন: ‘আমরা আপত্তিকর, ঘৃণ্য মতামতেরও স্বাধীন মত প্রকাশের প্রতিশ্রুতি গ্রহণ করি।’

শুনানির সময় তিনি বলেছেন, ‘যখন বক্তৃতা এমন আচরণে রূপান্তরিত হয় যা আমাদের নীতিমালা লঙ্ঘন করে। যার মধ্যে রয়েছে গুন্ডামি, হয়রানি বা ভয় দেখানোর বিরুদ্ধে নীতিমালা, তখন আমরা ব্যবস্থা নিই।’

হার্ভার্ডের প্রাক্তন ছাত্রী এবং বহু মিলিয়ন ডলারের দাতা বিল অ্যাকম্যান দাবি করেছেন, উচ্চ-প্রোফাইল বিতর্কের ফলে ‘বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি ডলারের অনুদান বাতিল, স্থগিত এবং প্রত্যাহার করা হয়েছে।’

গে ক্ষমা চেয়েছিলেন কিন্তু অবশেষে ২০২৪ সালের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন যখন অভিযোগ করা হয়েছিল যে, তিনি তার একাডেমিক কাজে পাণ্ডিত্যপূর্ণ সূত্রগুলোকে ভুলভাবে উপস্থাপন করেছেন যা তার ওপর আরো চাপ বাড়িয়েছে।

নেদারল্যান্ডসে তার মন্তব্যে, তিনি বলেছিলেন, হার্ভার্ড ট্রাম্পের দাবির সাথে ‘সম্মতির’ নীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।

‘এটি দুঃখজনক। কেবল আমাদের মধ্যে যারা ক্যাম্পাসে আছি এবং সরাসরি পরিণতির মুখোমুখি হই তাদের জন্যই নয়, বরং উচ্চ শিক্ষায় যারা নেতৃত্ব এবং নির্দেশনার জন্য হার্ভার্ডের দিকে তাকায় তাদের সকলের জন্যও।’

 

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page