স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে মোটর সাইকেল ও পল্লী বিদ্যুতের পিকাপ মুখো মুখি সংঘর্ষে বিল্পব হোসেন (১৪) নামের এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ার কারনেই তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর ভৈরবা সড়কের ডুমুরতলার মাঠের মধ্যে।
এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলার ডুমুরতলা গ্রামের লিয়াকত আলীর ছেলে বিল্পব হোসেন শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজেদের পালসার মোটর সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়। এর পরই ডুমুরতলার মাঠের মধ্যে পল্লী বিদ্যুতের পিকাপের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িন্তরত চিকিৎসক ডাঃ রাবেয়া খাতুন জানান, শিশুটির দু’টি হাতই একেবারেই ভেঙ্গে টুটরো টুটরো হয়ে গেছে। তাই শিশুটিকে সাথে সাথে যশোরে প্রেরণ করা হয়েছে।