স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন একটি মেহগুনি বাগানের ভিতর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বাঘাডাঙ্গা ও খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি মেহগুনি বাগানের ভিতর থেকে ৩ জন পুরুষ, ৫ জন নারী ও ১টি শিশুকে আটক করা হয়।
অপর দিকে একই সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ২ জনকে আটক করেছে। এর মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে। আটককৃতদের বাড়ী ঢাকা, বাঘেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন উপজেলা।
মহেশপুর ৫৮ বিজিবির উপ পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্ করা হয়েছে।