অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যতিক্রমী এ খবরে শহরময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেলিনা পারভীন (৪৬) পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।
জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে এই সংগঠনের সদস্যরা মাদক প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ঐ কমিটির এক সময়ের সভানেত্রী ছিলেন সেলিনা পারভীন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।
শুক্রবার রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় থানা পুলিশ তাকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করে।
অপরদিকে পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত দুইজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে এবং শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।