ফাইল ছবি
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈশ্বরদীতে বাদামের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ ঘটনায় এক মাদক কারবারি আটক করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম স্টেশনরোডস্থ একটি কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩০)। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৪ কেজি বাদাম এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই চতুর কৌশল। আটক আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।