ফাহিমুল ইসলাম : দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। নির্বাচনে ভিপি হিসেবে ইব্রাহিম রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে, ভিপি পদে ইব্রাহিম রনি ৭৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব ৮০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২৭১৪ ভোট।
তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছে ছাত্রদল। এ পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭০১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫০৪৫ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন :
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : মোহাম্মদ শাওন
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল)
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : হারেজ মাতব্বর (৫৩২২ ভোট)
সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : জিহাদ হোসাইন (৬৭৮১ ভোট)
দপ্তর সম্পাদক : আব্দুল্লাহ আল নোমান (৩২৫৮ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব পেয়েছেন ৩২৩৬ ভোট।
সহ-দপ্তর সম্পাদক : জান্নাতুল আদন নুসরাত (৬৯৮২ ভোট)
ছাত্রী কল্যাণ সম্পাদক : নাহিমা আক্তার দ্বীপা (৬১৬৫ ভোট)
সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক : জান্নাতুল ফেরদৌস রিতা (৫৯৩৬ ভোট)
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক : মো. মাহবুবুর রহমান (৬১২৮ ভোট)
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক : তানভীর আঞ্জুম শোভন (৫৬২২ ভোট)
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক : তাহসিনা রহমান (৬২২৭ ভোট)
স্বাস্থ্য সম্পাদক : আফনান হোসাইন ইমরান (৫০১১ ভোট)
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : মো : মোনায়েম শরীফ (৪৮৬৯ ভোট)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক : মেহেদী হাসান সোহান (৪৯৮৭ ভোট)
যোগাযোগ ও আবাসন সম্পাদক : মো. ইসহাক ভূঞা (৫৬৬৩ ভোট)
সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক : ওবায়দুল সালমান (৫০০০+ ভোট)
আইন ও মানবাধিকার সম্পাদক : ফজলে রাব্বি তৌহিদ (৭৩৭৩ ভোট)
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক : মাসুম বিল্লাহ (৬৫৮৫ ভোট)
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন :
জান্নাতুল ফেরদৌস সানজিদা (৬১১৫)
আদনান শরীফ (৪৭৮৯)
আকাশ দাশ (৪৪১৫)
সালমান ফারসী (৪৪১২)
মো : সোহানুর রহমান (৪৩১২)
১৯৯০ সালের পর এবারই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দেখা গেছে। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।