অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা তুলে ধরে ‘অ্যাডভান্স ইন নিউক্লিয়ার মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
গতকাল বৃহস্পতিবার পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দীর্ঘদিন ধরে চিকিৎসা ও মানবকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষত ক্যান্সার, কার্ডিয়াক ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়।
সচিব বলেন, পরমাণু শক্তি কমিশনের বহু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও স্থাপনা এখনো পুরোপুরি ব্যবহার হচ্ছে না। সরকারের বিদ্যমান সম্পদসমূহকে একটি নীতিমালার আওতায় এনে বেসরকারি খাত, বিশেষ করে ওষুধ ও রপ্তানি খাতে ব্যবহার উপযোগী করে তুলতে হবে।
তিনি বলেন, নির্দিষ্ট ফি-এর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন সরকারের টেস্টিং ফ্যাসিলিটিজ ব্যবহার করে দেশের ওষুধ ও অন্যান্য পণ্যের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গবেষণা, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও ফলপ্রসূ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএসআইআর, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, শিল্প ও বাণিজ্য খাতের প্রতিনিধি এবং পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।