ফাহিমুল ইসলাম : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার থেকে ধূমপায়ী ব্যক্তিরা শিক্ষক পদে আবেদন করতে পারবেন না এমন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হচ্ছে নিয়োগবিধিতে।
জানা গেছে, শিশুদের সামনে শিক্ষকের আদর্শিক ও শারীরিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও বিদ্যালয়ে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আগে আবেদনকারীদের ধূমপান না করার অঙ্গীকারপত্র দিতে হতে পারে বলেও জানা গেছে। এছাড়া নিয়োগের পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিদ্যালয় প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ রাখার বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
উল্লেখ্য, এর আগে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করা হলেও এবার সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় ধূমপায়ী প্রার্থীদের বাদ দেওয়ার উদ্যোগকে ‘দৃষ্টান্তমূলক’ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।