January 14, 2026, 2:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ অফিসগুলো দালাল মুক্ত করার দাবি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড : ডিআইজি পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন বন্ধে ইসির নির্দেশনা  গানম্যান পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে : পরিকল্পনা উপদেষ্টা যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার জালের ফাঁদ জব্দ
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদের গাজা সংক্রান্ত খসড়া প্রস্তাবে বিশ্বব্যাংকে সমর্থন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা শহরের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রণীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাংক। প্রস্তাবের অধীনে একটি অন্তর্বর্তীকালীন শাসন সংস্থার জন্য দুই বছরের ম্যান্ডেট অনুমোদন করা হবে। রয়টার্সের দেখা যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাংকের লেখা এক চিঠিতে এমনটা বলা হয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গত বৃহস্পতিবার একটি তথাকথিত ‘অন্তর্বর্তীকালীন শাসন প্রশাসন বোর্ড’ গঠনের বিষয়ে আলোচনা শুরু করে। এই বোর্ড গাজার পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কার্যকরী সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দেবে।

বিশ্বব্যাংক, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন ফেব্রুয়ারিতে অনুমান করেছিল, গাজা পুনর্নির্মাণে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে। তারা ৭০ বিলিয়ন ডলারের একটি নতুন অন্তর্বর্তীকালীন অনুমান চূড়ান্ত করছে।

বিশ্বব্যাংকের সভাপতি অজয় ​​বাঙ্গা জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজকে লিখেছেন, ‘গাজায় আমাদের সম্পৃক্ততার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার ক্ষমতা প্রয়োজন- যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ভোগ করে এবং তাদের প্রচেষ্টা গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন পায়।’

তিনি চিঠিতে বলেছেন, ‘বর্তমান খসড়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব, যার অনুমোদন রেজুলেশনে উল্লেখিত – ব্যাংকের সম্পৃক্ততার জন্য প্রয়োজনীয় কাঠামো প্রদান করবে।’

রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাংক চিঠির বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে কোনো অনুরোধের জবাব দেয়নি।

এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, জাতিসংঘের খসড়া নিয়ে উদ্বেগের প্রতি সাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গাজার পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করার জন্য আর্থিক সংস্থান সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে।

গত বুধবার গভীর রাতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পৌঁছে দিয়েছে। তারা জানিয়েছে, এই প্রস্তাবের প্রতি মিশর, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক সমর্থন রয়েছে।

খসড়ায় অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা’র জন্য দুই বছরের ম্যান্ডেট অনুমোদন করা হবে। তারা ম্যান্ডেট কার্যকর করার জন্য ‘প্রয়োজনীয় সকল ব্যবস্থা’ – বল প্রয়োগের ভাষা ব্যবহার করতে পারবে।

কূটনীতিকরা জানিয়েছেন, গত শুক্রবারের মধ্যেই যুক্তরাষ্ট্র দেশগুলোকে এই প্রস্তাবের ওপর মতামত জমা দিতে বলেছিল। কাউন্সিলের একটি প্রস্তাব গৃহীত হতে কমপক্ষে নয়টি ভোটের প্রয়োজন। রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের ভেটোর প্রয়োজন নেই। ওয়াশিংটন বলেছে, তারা ‘মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে’ খসড়াটি ভোটে নেওয়ার লক্ষ্য রাখছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page