অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।
আজ সকালে কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান করেন, গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার।
এসময় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন জানান, রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।
তিনি জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
এ সময় ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জণ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।