অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের ফ্যান, সেলফ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ নভেম্বর) ভোর রাত ২টার দিকে উপজেলার আমতলী বাজারের চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা ও ব্যাংকের কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, এটি নাশকতার একটি ঘটনা হতে পারে। জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রোল ও কাঠের টুকরোতে কাপড় পেঁচিয়ে আগুন দেয়। এতে অফিসের তিনটি ফ্যান, একটি সেলফ ও বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
তিনি আরও জানান, রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে অফিসে থাকা চারজন কর্মচারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পেট্রোলের পুড়ে যাওয়া দুটি বোতলের মুখ ও কাপড় পেঁচানো কাঠের টুকরো উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থলে ফুয়েলসহ আগুনে কিছু জিনিস পাওয়া গেছে। এখানে দারোয়ান সহ কিছু স্টাফ ছিল তারা কাউকে দেখতে পায়নি। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।