ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিচুজ্জামান খান ।

১২ নভেম্বর বুধবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী ও অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবিব প্রমূখ। এতে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০জন কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণ শেষ হবে।