ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ক্যারিবীয় সাগরে জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সব নীতির প্রকাশ্য লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।
পার্সটুডে–এর প্রতিবেদনে জানানো হয়েছে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, ক্যারিবীয় সাগরে জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সকল নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এই পদক্ষেপ বিশ্বশান্তির জন্য হুমকি। কারাকাসে অনুষ্ঠিত “আন্তর্জাতিক আইন রক্ষায় আইনজ্ঞরা” শীর্ষক বৈঠকে তিনি আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক আইনের সব দিক লঙ্ঘিত হচ্ছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব সামরিক পদক্ষেপ নৃশংস হত্যাকাণ্ডের শামিল; এসব হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বিরদ্ধে কোনো ধরণের অপরাধেরই প্রমাণ নেই। তিনি জোর দিয়ে বলেন, জাহাজগুলোর বিরুদ্ধে হামলার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। তার মতে, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের এই আক্রমণ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো মানবজাতি এবং জাতিসংঘ ব্যবস্থার জন্যও হুমকি। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বক্তব্যে আমেরিকা মহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ভেনেজুয়েলার সঙ্গে একাত্ম হতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আমাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে নির্দেশ দেওয়ার অধিকার কারো নেই ; ইউরোপকে মার্কিন হুঁশিয়ারি : ক্যারিবীয় অঞ্চলে ডোনাল্ড ট্রাম্প সরকারের মাদকদমন অভিযানের নামে পরিচালিত হামলার বৈধতা নিয়ে ইউরোপের কিছু মিত্রদেশের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউরোপের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্র কীভাবে তার জাতীয় নিরাপত্তা রক্ষা করবে, তা নির্ধারণ করার।
মার্কো রুবিও বলেন, “আমার কাছে বিষয়টি হাস্যকর লাগে—এই সব দেশ চায় আমরা ইউরোপকে রক্ষার জন্য পারমাণবিক সক্ষমতা সম্পন্ন টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাই; কিন্তু যখন যুক্তরাষ্ট্র নিজ মহাদেশে বিমানবাহী রণতরী মোতায়েন করে, তখন সেটা যেন তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়!”
তিনি আরও বলেন, “আমি মনে করি না ইউরোপীয় ইউনিয়ন এমন অবস্থানে আছে যে তারা নির্ধারণ করবে আন্তর্জাতিক আইন কী। তারা অবশ্যই ঠিক করতে পারে না যুক্তরাষ্ট্র কীভাবে তার জাতীয় নিরাপত্তা রক্ষা করবে!”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কানাডায় অনুষ্ঠিত জি–৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্পষ্টভাবে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।