অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র একটি ‘বি৬১-১২’ (B61-12) কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে এতে কোনো ওয়ারহেড ছিল না।
পরীক্ষাটি বেশ আগে চালানো হলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন জ্বালানি বিভাগের স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২১ আগস্ট নেভাদার একটি পরীক্ষাস্থলে এই পরীক্ষাগুলো পরিচালিত হয়। পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে নিষ্ক্রিয় অস্ত্রগুলো ফেলা হয়েছিল।
এতে আরও বলা হয়, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন (NNSA)-এর সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো পরিচালিত হয়।
বিবৃতি অনুসারে, ২০২৪ সালের শেষের দিকে এই বোমাগুলোর পরিষেবার মেয়াদ ২০ বছর বাড়ানোর জন্য একটি কর্মসূচিও সম্পন্ন হয়েছে।