স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ বাগান (ঝোপ ঝাড়) পরিস্কার -পরিচ্ছন্নতার অভিযানের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম এ বাগান (ঝোপ ঝাড়) পরিস্কারের উদ্ধোধন করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর – কোটচাঁদপুর সড়কের দু’ ধারের বাগান পরিস্কারের কাজ শুরু করা হয়।
ঝোপ- ঝাড়ের আড়ালে লুকিয়ে ডাকাত দল রাস্তার গাছ কেটে রাস্তা ব্যারিকেট সৃষ্টি করে ডাকাত দল ডাকাতি করে বলে অভিযোগ স্থানীয়দের।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম বলেন, এই সড়কে বেশ কয়েকটি স্থানে ডাকাতরা রাতের অন্ধকারে রাস্তার গাছ কেটে রাস্তা ব্যারিকেট সৃষ্টি করে। যারই কারনে এ রাস্তার দু’ধারের ঝোপ – ঝাড় যা আছে তা ঠিক মত পরিস্কার করা হয়ে ডাকাতরা আর লুকাতে পারবে না।
পরিস্কার -পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেন মহেশপুর থানার পুলিশের পাশাপাশি স্থানীয় যুবকরাও।