স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার ভোরে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে ৫০ গজ ভেতরে মোঃ মানিক মিয়ার ভোট্টা ক্ষেত থেকে হাবিলদার সাইফুল রহমানের নেতৃত্বে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সকালে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্তোষপুর মাঠপাড়া গ্রামের রাস্তায় হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, সকাল ৭টা ৫০ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে মইদুলের কলাবাগানের পাশে নায়েক মোঃ সেলিম রায়হনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।