স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটকসহ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
২১ নভেম্বর বিকেল পাঠানো প্রেস রিলিজে জানানো হয় গত ২০ নভেম্বর বিকালে বাঘাডাংগা সীমান্ত এলাকায় নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়।
অন্যদিকে ২০ নভেম্বর সন্ধ্যায় গয়েশপুর বিওপির সীমান্ত থেকে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।