অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজনৈতিক বিরোধ আর তীব্র বাকযুদ্ধের পর অবশেষে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
আজ (২২ নভেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ট্রাম্প এবং মামদানির মধ্যে প্রথম সরাসরি বৈঠকটি শেষ হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। রাজনৈতিক বিরোধ ভুলে তারা পরস্পরের প্রশংসা করেছেন এবং নিউইয়র্ক শহরের উন্নয়ন ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি মতাদর্শ, দল এবং প্রজন্মগতভাবে ভিন্ন হলেও বৈঠকের শুরু থেকেই ছিলেন হাস্যোজ্জ্বল। ৭৯ বছর বয়সী ট্রাম্পের পাশে দাঁড়ালে ৩৪ বছর বয়সী মামদানির প্রতি হাসি ও হাত মিলিয়ে তার শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট। অথচ কিছুদিন আগেও ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট’ বলে কটাক্ষ করেছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচিত মেয়র মামদানি বলেন, আমাদের মাঝে অনেক মতপার্থক্য আছে, কিন্তু বৈঠকে সেগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা দুই জনই নিউইয়র্কের মানুষের সেবা করতে চাই—এই সাধারণ লক্ষ্যকেই কেন্দ্র করে আলোচনা হয়েছে। আমি প্রেসিডেন্টের সত্যিই খুব প্রশংসা করি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি। আমরা দুইজনই চাই নিউইয়র্ক শহর খুব ভালো থাকুক। মামদানি যত ভালো কাজ করবেন, ততই খুশি হব।