অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।
পর্যবেক্ষকদের উদ্দেশে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘এখানে অনেক পুরোনো সংগঠন-সংস্থা আছেন, যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না, আমি সব সময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল-ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। সেসব ভুলে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।’
‘এই নির্বাচনে আমাদের নিজস্ব তদারকি ব্যবস্থা থাকবে, অফিশিয়াল মেকানিজম থাকবে; ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ইলেক্টোরাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি থাকবে, কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই। আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রোপার না হয়, আমাদের ইলেকশন দেখাটাও কিন্তু সঠিক হবে না,’ যোগ করেন তিনি।
নতুন পর্যবেক্ষকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমিয়ে ২১ করেছি। এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়, সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা অরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া।’
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন দেশের মোট ২৯ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৮০৮ জন এবং নারী তিন হাজার ৫৭০ জন।
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।
ইসি থেকে জানা গেছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়ায় দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন।