November 28, 2025, 2:51 pm
শিরোনামঃ
মাগুরায় জমিতে ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ৪ জন আহত  জামায়াত নেতা শাহজাহানের বক্তব্যের প্রতিবাদ জানালো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ : বিএনপি মহাসচিব ক্ষমতায় এলে সবাইকে নিয়েই সরকার গঠন করবে জামায়াত : ডা. শফিকুর রহমান  যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি আগামী রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ময়মনসিংহে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় হাজির যুবক বগুড়ায় ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক  টাঙ্গাইলে ডিজিটাল মিটারের ভুতুড়ে বিলে দিশেহারা পল্লী বিদ্যুতের লক্ষাধিক গ্রাহক সিরাজগঞ্জের নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জমিতে ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ৪ জন আহত 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দাবাশকোটা গ্রামে ৫ শতক জমির উপর ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ জমির মালিকরা অপর পক্ষের ৪ জনকে পিটিয়ে শারীরিক ভাবে গুরুতর  জখম করেছে।
আহত ব্যবসায়ী হাশেম আলী মোল্লা (৪৮) জানান, প্রায় ২৫ বছর পূর্বে মৃত চাঁদ আলী মোল্লা সাড়ে ১৪ শতক জমির দাগ থেকে ৫ শতক জমি আমানত মোল্লার স্ত্রী খাতেমুন মনোয়ারা মুক্তার কাছে পূর্ব-পশ্চিম লম্বালম্বি ভাবে জমি নিয়েছে। আর সাম্প্রতিক সময়ে আসাদ, আমীর মোল্লা, মাসুদ মোল্লাসহ ১০-১৫ জন লোকজন একত্রে জোরপূর্বক আমাদের জমির উপর ইটের প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে। আমি জমিতে ইটের প্রাচীর দেওয়া নিষেধ করলে ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে মৃত ইমারত মোল্লার পুত্র আমীর মোল্লা ও মাসুদ মোল্লা আমাকে লাঠি ও ইট দিয়ে বাম চোখে আঘাত করেছে।
এছাড়াও মৃত হাতেম মোল্লার পুত্র ওয়ালিদ মোল্লা কে মাসুদ লাঠি ও ইট দিয়ে চোখে, হাতে ও শরীরে আঘাত করেছে, ওয়াজেদ মোল্লাকে নাকে, মুখে ও পেটে ইট দিয়ে মিরাজ মোল্লা আঘাত করেছে। মাজেদ মোল্লাকে হাতে আঘাত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দলিল ও মাপ অনুযায়ী পূর্ব ও পশ্চিম লম্বালম্বি জমি পাবো এটা মাগুরা জেলা প্রশাসন ও আদালত জমির দলিল অনুযায়ী সমাধান করে দিক এবং আমাদের ৪-৫ জনের উপর অর্তকিত জীবননাশের হামলার জন্য আইনের আওতায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার চাই এবং মাগুরা জেলা ও উপজেলা প্রশাসন কাজটা বন্ধ করে দিক।
প্রতিপক্ষ ৫ শতক জমির পক্ষে আসাদ মোল্লা জানান, দলিল অনুযায়ী উত্তর-পশ্চিম পাশের দাগের জমি পাবো আমরা। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তাই আমরা ইট দিয়ে প্রাচীর তৈরি করছি। আর পুলিশ এখানে এসেছে।
মারামারির খবর পেয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত ও অপারেশন তাদের সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে এসে ঘটনা স্থল নিয়ন্ত্রণ নিয়ে আসে। এসময় পুলিশের সদস্যরা জানায় ৫ শতক জমির মালিকের লোকজন পুলিশের উপর উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page