অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার পোপ লিও চতুর্দশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন।
মার্কিন বংশোদ্ভূত পোপ বলেছেন, এই বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিশ্র সংকেত আসছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লেবানন সফর থেকে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের লিও চতুর্দশ বলেন, ‘আবারও, আমি বিশ্বাস করি যে সংলাপের চেষ্টা করা ভালো। সম্ভবত চাপ, এমনকি অর্থনৈতিক চাপ দিয়ে হলেও। তবে পরিবর্তন আনার জন্য অন্য কোনও উপায় খুঁজুন।’
এ সময় পোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর মধ্যে একটি ফোন কল ও মার্কিন সেনা পাঠানোর জল্পনা-কল্পনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণের মঙ্গলের জন্য ভ্যাটিকান কূটনীতির মাধ্যমে ‘উদ্ভূত পরিস্থিতি শান্ত করার উপায় খুঁজছে’।