অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির কোনো সরকারি অনুমোদন নেই এবং সিদ্ধান্তটির আইনগত ভিত্তিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার ৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, তেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীরা সরকারকে কিছু জানায়নি এবং কোনো অনুমতিও নেয়নি। বিভিন্ন কোম্পানি নিজেদের মধ্যে সমন্বয় করে একসঙ্গে দাম বাড়িয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। তার মতে, ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের কোনো আইনি বৈধতা নেই।
শেখ বশিরউদ্দীন জানান, মঙ্গলবার ক্রয় কমিটি ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে। “যদি দরপত্রের মাধ্যমে কম দামে তেল কেনা যায়, তাহলে বাজারে এত বেশি দামে বিক্রি করার কারণ কী?”-প্রশ্ন তোলেন তিনি।
সরকারি নিয়ন্ত্রণ দুর্বল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়াল, সে বিষয়ে তিনি বলেন, এর ব্যাখ্যা ব্যবসায়ীদেরই দিতে হবে। আইন লঙ্ঘন হলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীদের এই আচরণ বাজারে ভোজ্যতেলের দাম–স্থিতি ও ভোক্তা স্বার্থের জন্য উদ্বেগের বিষয়। দ্রুত বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে।