December 29, 2025, 3:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান আগামীকাল ৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন : বিজিবি সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা দেড়যুগ পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান আগামী ১ জানুয়ারি থেকে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বরিশালে ইলিশের কেজি ৪ হাজার টাকা ! রাঙ্গামাটিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিজিবির মানবিক সহায়তা প্রদান উত্তর কোরিয়ার ‘যুদ্ধ প্রস্তুতি’র প্রদর্শনী ; দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি ; কেউ গ্রেফতারও হয়নি : ভারতের মেঘালয় পুলিশ ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি ; কেউ গ্রেফতারও হয়নি : ভারতের মেঘালয় পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে, তা নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৮ ডিসেম্বর) মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও মেঘালয় মনিটর এ খবর জানিয়েছে।

মেঘালয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, গারো পাহাড় এলাকায় ওই দুই অভিযুক্তের উপস্থিতির কোনো প্রমাণ নেই। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

সীমান্ত পার হয়ে তারা স্থানীয় দুই ব্যক্তির সহায়তা পেয়েছে এবং ট্যাক্সিতে করে তুরা শহরে গেছে। তবে মেঘালয় পুলিশ জানায়, এসব তথ্যের কোনো সত্যতা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকেই শনাক্ত বা আটক করা হয়নি।

এ বিষয়ে বিএসএফ (মেঘালয় ফ্রন্টিয়ার)-এর আইজি ওপি উপাধ্যায় বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে কেউ মেঘালয়ে প্রবেশ করেছে—এমন কোনো ঘটনা বিএসএফের নজরে আসেনি। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

কর্মকর্তারা জানান, এর আগেও বাংলাদেশি গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ হয়েছিল, যা পরে ভারতীয় কর্তৃপক্ষ যাচাই করে নাকচ করে।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে মেঘালয় পুলিশ।

মেঘালয় পুলিশ ও বিএসএফ উভয়েই জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় তারা প্রস্তুত, তবে যাচাই ছাড়া কোনো দাবি বা প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে না।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page